পরিচ্ছেদঃ
রোগের চিকিৎসা
হাদিস সম্ভার : ১২৩৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ১২৩৬
عَنْ أَبِيْ أُمَامَةَ فال فال رسول الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم دَاوُوا مَرْضاكُمْ بالصَّدَقَةِ
আবু উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা সদকাহ দ্বারা কর।” (আবুশ শায়খ, সহীহুল জামে ৩৩৫৮)