পরিচ্ছেদঃ
তাওয়াফের মাহাত্ম্য
হাদিস সম্ভার : ১১৬৩
হাদিস সম্ভারহাদিস নম্বর ১১৬৩
وعنه قال: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ طَافَ سَبْعًا فَهُوَ كَعِدْلِ رَقَبَةٍ
উক্ত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “সাত চক্র তওয়াফ করার সওয়াব একটি ক্রীতদাস স্বাধীন করার সমান।” (নাসাঈ ২৯১৯, ইবনে খুযাইমাহ ২৭৫৩)