পরিচ্ছেদঃ
মাসজিদে কুবায় সলাত আদায়ের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১৫১
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১৫১
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
অন্য বর্ণনায় রয়েছে : “কুবার মাসজিদে সলাত আদায় করা ‘উমরাহ্ করার সমতুল্য।” (ইবনু মাজাহ্ হা/১৪১১, আহমাদ হা/১৫৯৮১, ত্বাবারানী, হাকিম, তা’লীকুর রাগীব ২/১৩৮, ১৩৯। ইমাম হাকিম, ইমাম যাহাবী ও হাফিয ইরাক্বী বলেন। সানাদ সহীহ। শু’আইব আরনাউত্ব ও আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)