পরিচ্ছেদঃ
মাসজিদে কুবায় সলাত আদায়ের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১৫০
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১৫০
সাহল ইবনু হুনাইফ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করার পর মাসজিদে কুবায় এসে সলাত আদায় করে, তার জন্য একটি ‘উমরাহর সাওয়াব রয়েছে।
হাসীস সহীহ : ইবনু মাজাহ্ হা/১৪১২- হাদীসের শব্দাবলী তার, তা’লীকুর রাগীব। শায়খ আলবানী বলেন : হাদীস সহীহ।