পরিচ্ছেদঃ
বাইতুল মুকাদ্দাসে সলাত আদায়ের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১৪৯
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১৪৯
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাঃ) বলেছেন : তিনটি মাসজিদ ছাড়া অন্য কোথাও (সাওয়াবের উদ্দেশে) সফর করা যাবে না। এ মাসজিদগুলো হলো : মাসজিদুল হারাম, রাসূলুল্লাহ (সাঃ) এর মাসজিদ এবং মাসজিদুল আকসা।
হাদীস সহীহ ; সহীহুল বুখারী হা/১১৫