পরিচ্ছেদঃ
ফাযায়িলে আযান - আযান ও ইক্বামাতের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১০২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১০২
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“মুয়াজ্জিনের আযানের আওয়ায যেকোন জ্বিন, ইনসান, গাছ এমনকি পাথরও শুনবে সে ক্বিয়ামাতের দিন তার জন্য সাক্ষ্য দিবে।”
ইবনু মাজাহ্, সহীহ আত-তারগীব হা/২২৫। শায়খ আলবানী বলেন : হাদীসটি সহীহ