ihadis.com
Home » Sahih al-Bukhari
All books
-
নির্দিষ্ট হাদিসে যান
-
সহিহ বুখারী সহিহ মুসলিম সুনানে আন-নাসায়ী সুনানে আবু দাউদ জামে' আত-তিরমিজি সুনানে ইবনে মাজাহ মুয়াত্তা ইমাম মালিক রিয়াদুস সলেহিন বুলুগুল মারাম মুসনাদে আহমাদ আল লু'লু ওয়াল মারজান হাদিস সম্ভার সিলসিলা সহিহা জাল জয়িফ হাদিস সিরিজ মিশকাতুল মাসাবিহ ৪০ হাদিস আদাবুল মুফরাদ জুজ'উল রাফায়েল ইয়াদাইন জুজ'উল কিরাত সহিহ হাদিসে কুদসি ১০০ সুসাব্যস্ত হাদিস মিশকাতে জয়িফ হাদিস শামায়েলে তিরমিযি সুনান আদ-দারিমী তাহাবী শরিফ সহিহ তারগিব ওয়াত তাহরিব সহিহ ফাযায়েলে আমল ঊপদেশ রমজানের দুর্বল হাদিস সুনান দারাকুতনী
হাদিস সম্ভার (০ টি হাদীস)
১১ | জানাযা অধ্যায় |
---|
পরিচ্ছেদঃ
মৃতের ঋণ পরিশোধ করা এবং তার কাফন-দাফনের কাজে শীঘ্রতা করা প্রসঙ্গে। কিন্তু হঠাৎ মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত বিলম্ব করা কর্তব্য
১৩৩০
হাদিস সম্ভার
অধ্যায় : জানাযা অধ্যায়
হাদীস নং : ১৩৩০
عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ نَفْسُ المؤمِنَِِ مُعَلَّقَةً بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, (মরণের পর ঐ ঋণের কারণে) মু’মিনের আত্মা (বেহেশেÍর পথে) লটকে থাকবে; যতক্ষণ না তার পক্ষ থেকে তার সেই ঋণ পরিশোধ করা হয়েছে।” (আহমাদ ১০৫৯৯, তিরমিযী ১০৭৮, ইবনে মাজাহ ২৪১৩, আবূ য়্যা’লা ৬০২৬)
হাদিসের মানঃ সহিহ হাদিস